গরু কিনতে যাওয়ার পথে দুই ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৮ এপ্রিল ২০২২
ফাইল ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে ভোরে সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তারা।

নিহত ব্যক্তিরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আহসানউল্লাহর ছেলে ইয়াসিন আলী (৩০) ও আগরদাঁড়ি ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের কোমরউদ্দিন সরদারের ছেলে লাল্টু সরদার (২৮)। তারা পেশায় গরুর ব্যবসায়ী।

নিহত দুজনের মধ্যে ইয়াসিন আলী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টু খুলনা ২৫০ শয্যা হাসপাতালে মারা যান।

নিহত ব্যক্তিদের পরিবারের বরাত দিয়ে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইয়াসিন আলী ও লাল্টু সরদার পিকআপে চড়ে বাগেরহাট জেলার ফকিরহাটে গরু কিনতে যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, কুমিরা বাসস্ট্যান্ডে বাগেরহাটগামী পিকআপের সঙ্গে সাতক্ষীরাগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই ব্যক্তি গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে ইয়াসিন আলী ও দেড়টার দিকে লাল্টু মারা যান।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।