কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাইডেনের বিশেষ দূত
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সাত সদস্যের ওই প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা হিন্দু শরণার্থী ক্যাম্পে যায়।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিস থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পের ব্র্যাক অফিসে হিন্দু শরণার্থীদের সঙ্গে মতবিনিময় করে এবং ক্যাম্পে তাদের ধর্ম পালন নিয়ে কথা বলেন। এসময় ব্র্যাক এনজিওর সব কার্যক্রম সম্পর্কে তাদের জানানো হন। হিন্দু শরণার্থী ক্যাম্পের সব সুযোগ-সুবিধার বিষয় নিয়ে আলোচনা হয়। ক্যাম্পে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেন হিন্দু শরণার্থীরা।
পরে প্রতিনিধি দল শরণার্থী ক্যাম্পে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেলে প্রথমে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এবং পরে ইউএনএইচসিআর-আইএসসিজি কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল।
সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম