ক্যানসার রোগী সেজে প্রতারণা, বাবা-ছেলেকে পুলিশে দিলেন ডিসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৯ এপ্রিল ২০২২
নোয়াখালীতে প্রতারণার ঘটনায় আটক বাবা ও ছেলে

নোয়াখালীতে মিথ্যা তথ্য দিয়ে সরকারি অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ভুয়া ক্যানসার রোগী বাবা ও ছেলেকে আটক করে পুলিশে দিয়েছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে তাদেরকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আটকরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির মো. গিয়াস উদ্দিন (৪৮) ও তার ছেলে মো. ওমর ফারুক (১৮)।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবা-ছেলে ভুয়া কাগজপত্র দিয়ে সমাজসেবা অধিদপ্তরের ৫০ হাজার টাকা অর্থসহায়তার আবেদন করেন। যাচাই-বাছাই কমিটির সভাপতি হিসেবে তাদেরকে বার বার সত্য বলতে বললেও তারা মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেন।

জেলা প্রশাসক আরও বলেন, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আমি কয়েকবার তাদের সতর্ক করি। তারপরও বাবা-ছেলে দুজন বার বার আমাকে ভুল বোঝায়। আমি শক্তভাবে কথা বলায় অবশেষে তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের পুলিশ ডেকে থানায় সোপর্দ করি।

সমাজসেবা অধিদপ্তরের নোয়াখালীর উপ-পরিচালক মো. নজরুল ইসলাম পাটওয়ারী জাগো নিউজকে বলেন, ভুয়া কাগজপত্র দিয়ে তারা ক্যানসার রোগী সেজে টাকা আদায়ের চেষ্টা করেন। এমন প্রতারকের কারণে প্রকৃত রোগীরা অর্থসহায়তা থেকে বঞ্চিত হয়। আমরা থানায় অভিযোগ দিয়েছি। এদের শাস্তি হওয়া উচিত।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রতারক দুইজন থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।