মাদারীপুরে হারিয়ে যাওয়া মোবাইল সৌদি আরব থেকে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৯ এপ্রিল ২০২২
ফোনটির প্রকৃত মালিক মাসুদ করিমের কাছে হস্তান্তর করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ

একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ১২৯ দিন (৪ মাস ৯ দিন) পর সৌদি আরব থেকে উদ্ধার করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) রাতে উদ্ধার করা মোবাইল ফোনটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।

মোবাইল ফোনটির মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম।

তার ভাষ্যমতে, ২০২১ সালের ১৯ ডিসেম্বর অভয়নগর থেকে মাদারীপুরে বেড়াতে যান মাসুদ করিম। সেখানে দিনের কোনো এক সময় তার ‘স্যামসাং ব্রান্ডের এ-৭০’ মডেলের মোবাইল ফোন হারিয়ে যায়। ওইদিন বিকেলে তিনি মাদারীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১০০০) করেন। পরে জিডির কপি অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসানের কাছে হস্তান্তর করা হয়।

Phone-(2).jpg

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি শামীম হাসান বলেন, যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় জানতে পারি হারিয়ে যাওয়া মোবাইল ফোন সিলেট জেলা শহরে এক নারী পাঁচদিন ব্যবহার করেছেন। পরে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্বামী সৌদি আরবে যাওয়ার আগে ফোনটি কিনেছিলেন। ফোনটি তার স্বামী সৌদি আরবে নিয়ে গেছেন।

ওসি আরও বলেন, এরপর ওই নারীর মাধ্যমে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনটি দেশে পাঠানোর ব্যবস্থা করেন। সোমবার রাতে প্রকৃত মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিমের কাছে হস্তান্তর করা হয়।

মিলন রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।