লক্ষ্মীপুরে চাচা হত্যায় ভাতিজার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:২৯ পিএম, ২১ এপ্রিল ২০২২

লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে প্রবাসী হারুনুর রশিদকে হত্যার ঘটনায় ভাতিজা আরিফ হোসেন রুবেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দোষ প্রমাণিত হওয়ায় তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্ত রুবেল সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবুল বাশারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে হারুনুর রশিদ পরিবারের সদস্যদের সময় দিচ্ছিলেন। এর কিছুদিন আগে তিনি মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসেন। হঠাৎ রুবেল এসে চাচিকে দরজা খুলতে বলে। এতে হারুন নিজে দরজা খুলতে যান। দরজা খুলতেই রুবেল ধারালো ছুরি দিয়ে তার পেটে উপর্যুপরী আঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর এশিয়া হসপিটাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।

পরে ১৯ ফেব্রুয়ারি রাতেই হত্যায় ব্যবহৃত ছুরি ও রুবেলকে আটক করে পুলিশ।

একইদিন নিহতের স্ত্রী নাজমুন নাহার সুইটি বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করলে আটক রুবেলকে হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

কাজল কায়েস/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।