মেয়াদোত্তীর্ণ কৃমিনাশক ওষুধে প্রতিবন্ধীর ৯ ভেড়ার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২১ এপ্রিল ২০২২
কৃমিনাশক ওষুধে প্রতিবন্ধীর ভেড়ার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চিকিৎসকের দেওয়া মেয়াদোত্তীর্ণ কৃমিনাশক ওষুধ খেয়ে এক শারীরিক প্রতিবন্ধীর ৯টি ভেড়ার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ওই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম হুমায়ুন কবীর। তিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবু বক্করের ছেলে।

হুমায়ুন কবীর জানান, দীর্ঘদিন ধরে ভেড়া পালন করি। আমার ৩০টি ভেড়া ছিল। এরমধ্যে কিছু ভেড়া অসুস্থ হয়ে পড়ে। বুধবার সকালে পরামর্শ নিতে আলমডাঙ্গা ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউটের চিকিৎসক মামুন আলী খানের কাছে যাই। তিনি এভিনেক্স পাউডার দেন। ওই পাউডার ৩ ভাগের দুই ভাগ বাদ দিয়ে এক ভাগ অসুস্থ ভেড়াকে খালি পেটে খাওয়াতে বলেন তিনি। সকালে পাউডারটি খাওয়ানোর সঙ্গে সঙ্গে ছটফট করে ৯টি ভেড়ার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর আমি স্থানীয়দের ওষুধটি দেখাই। তারা ওষুধটির মেয়াদ নেই  বলে জানান। আমি এর যথাযথ ক্ষতিপূরণ চাই।

মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার বিষয়টি স্বীকার করে আলমডাঙ্গা ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউটের চিকিৎসক (এসএএলও) মাসুদ আলী জানান, এভিনেক্স পাউডারটি রেনেটা কোম্পানির। এটি কৃমিনাশক পাউডার। তবে দেওয়ার সময় খেয়াল করিনি যে মেয়াদ শেষ হয়ে গেছে। গত ২০২১ সাল পর্যন্ত ওই ওষুধের মেয়াদ ছিল।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।