১৭ দিন ধরে নিখোঁজ সহকারী শিক্ষক শাহ আলম
শরীয়তপুরের নড়িয়ার বিঝারি ইউনিয়নের ৪৬ নম্বর মধ্য গুলমাইজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ছৈয়াল (৩৩) ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিক্ষকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্য ও শিক্ষকরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা।

এসময় শাহ আলমের মা পেয়ারা বেগম, বাবা আদম আলী ছৈয়াল, ভাবি রিয়া বেগম, শিক্ষক মিজানুর রহমান সোহাগ, মেসবাহউদ্দিন, ফাতেমাতুজ জোহরা সিলভিসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
পরিবার ও বিদ্যালয় সূত্র জানায়, শাহ আলম ছৈয়াল নড়িয়া উপজেলার মগর গ্রামের আদম আলী ছৈয়ালের ছেলে। তিনি গত ১ জানুয়ারি শরীয়তপুর পিটিআইয়ে প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। গত ৪ এপ্রিল ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় ১১ এপ্রিল শাহ আলমের স্ত্রী বিথী নড়িয়া থানায় একটি জিডি (নম্বর ৫১২) করেন।

শিক্ষকতার পাশাপাশি অনলাইনে ব্যবসা করতেন শাহ আলম। ব্যবসার টাকা নিয়ে পার্টনারদের সঙ্গে ঝগড়া হয়। এ কারণেই তিনি নিখোঁজ হতে পারেন বলে ধারণা করছে তার পরিবার ও শিক্ষকরা।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর বলেন, এক শিক্ষক নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। আমরা তার সন্ধান করছি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার খোঁজ করা হচ্ছে।
ছগির হোসেন/এসআর/জেআইএম