বাগেরহাটে স্কুল শিক্ষার্থীদের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২১ এপ্রিল ২০২২
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা

বাগেরহাটের কচুয়ায় স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার মোবায়দুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কচুয়া এরিয়া অফিসের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম তালুকদার।

jagonews24

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কচুয়া এরিয়া অফিসের ব্যবস্থাপক তপন কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে মোবায়দুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বিপ্লব মণ্ডল, রিপন হালদার, শিউলি কুণ্ডু, ঈশিতা বৈরাগী, শিক্ষার্থী তাসমিয়া জান্নাত জুঁই, কাজী হামিম আল লিমন ও জারিন তাসমিম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।