পল্লীবিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২১ এপ্রিল ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর সূবর্ণচরে পল্লীবিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কহিনুর বেগম (৩৫) ও তার ছেলে ইয়াছিন (৩)। কহিনুর বেগম হাতিয়া উপজেলার সোনাদিয়া গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার কালবৈশাখী ঝড়ে গাছের ঢাল ভেঙে বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পড়ে যায়। অফিসের লোকজনকে জানানো হলেও তারা মেশিন নিয়ে আসেননি বলে চলে যান। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার ছেঁড়া রেখেই লাইন চালু করা হয়। সেই তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।

সূবর্ণচর পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ফসিউল হক জাহাঙ্গীর জাগো নিউজকে বলেন, লাইন ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি অফিসকে কেউ জানায়নি। ৮১ হাজার গ্রাহকের প্রত্যেক এলাকায় লাইন চেক করা সম্ভব নয়।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাগির আহমেদ জাগো নিউজকে বলেন, মা-ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।