পানিতে ডুবে দুই মেয়েই মারা গেলো আব্দুল করিমের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২২ এপ্রিল ২০২২
কক্সবাজারের রামুর লম্বরীপাড়ায় বাঁকখালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে

কক্সবাজারের রামুর লম্বরীপাড়ায় বাঁকখালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো-তাসফিয়া নূর জোহরা (৯) ও জান্নাতুল মাওয়া (৫)। তারা রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়ার বাসিন্দা আব্দুল করিমের মেয়ে। তারা রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও শিশু শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসেন জানান, সকাল ১০টায় এলাকার পাঁচ শিশু একসঙ্গে নদীর পাড়ে যায়। এসময় পাঁচজনই দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তিনজনকে উদ্ধার করে। এসময় দুই বোন নিখোঁজ থাকে। কিছু সময় পর তাসফিয়া নূর জোহরাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর জান্নাতুল মাওয়াকে মৃত উদ্ধার করা হয়।

রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরোয়ার কাজল জানান, আব্দুল করিমের সংসারে দুই মেয়েসন্তানই ছিল। তারা ছাড়া আর কোনো সন্তান নেই। একই সময়ে দুই সন্তান মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।