ফেনীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত ৩৮৪৮ জন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রথমদিনে ফেনীতে অনুপস্থিত ছিলেন তিন হাজার ৮৪৮ জন। জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ১১ হাজার ৬৬০ জন।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে ফেনী শহরের ১৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আজ দেশের ২২ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২০ সালে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়। পরে দেশে করোনা প্রাদুর্ভাব বেড়ে গেলে পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় ফেনীতে ১৩টি কেন্দ্রে ১১ হাজার ৬৬০ জনের অংশ নেওয়ার কথা ছিল। সেখানে অংশ নেন সাত হাজার ৪১২ জন। অনুপস্থিত ছিলেন তিন হাজার ৮৪৮ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, ফেনীর ছয় উপজেলায় ৫৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ২২১টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা শেষে এসব পদ পূরণ করা হবে।
ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা) রজত বিশ্বাস জানান, কোনো কেন্দ্রে অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। পরীক্ষায় ১১ হাজার ৬৬০ জন পরীক্ষার্থীর জায়গায় তিন হাজার ৮৪৮ জন অনুপস্থিত ছিলেন।
নুর উল্লাহ কায়সার/এসআর/জিকেএস