চা বাগানে বন্য শূকরের কামড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৭ এপ্রিল ২০২২
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য শূকরের কামড়ে চন্দন বাউরী (৪৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ফুলবাড়ি চা বাগানের নতুন লাইনে। এ ঘটনায় আহত হয়েছেন লাচ্ছানা মাদ্রাজী (৬০) নামে আরও এক শ্রমিক।

মঙ্গলবার (২৬ এপ্রিল ) সকালে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৩নং সেকশনে এ ঘটনা ঘটে।

ফুলবাড়ি চা বাগানের পঞ্চায়েত সভাপতি মনোরঞ্জন পাল জাগো নিউজকে বলেন, চা শ্রমিক চন্দন বাউরী প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাগানের ৩ নম্বর সেকশনে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। হঠাৎ একটি বন্য শূকর তাকে ধাওয়া করে কামড়াতে শুরু করে। এ সময় বন্য শূকর চন্দনের মাথায় ও হাত-পায়ে কামড় দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চা শ্রমিকরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় বন্য শূকরের হামলায় লাচ্ছানা বাদ্রাজী নামের আরও এক চা শ্রমকি আহত হয়েছেন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, মৃত্যু ও আহতের খবর খুবই দুঃখজনক। বন বিভাগ থেকে তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

আব্দুল আজিজ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।