লক্ষ্মীপুরের কারাবন্দিরা পেলেন যুবলীগের ঈদ উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ৩০ এপ্রিল ২০২২
জেলার শাখাওয়াত হোসেনের কাছে ঈদ উপহার হস্তান্তর করা হয়

লক্ষ্মীপুরে জেলা কারাগারে ১১৫ জন কারাবন্দিকে ঈদ উপহার দেওয়া হয়েছে। যুবলীগের চেয়ারম্যানের শেখ ফজলে শামস পরশের পক্ষ থেকে উপহার হিসেবে এ শাড়ি-লুঙ্গি দেওয়া হয়।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ভুলুর অর্থায়নে উপহারগুলো লক্ষ্মীপুর কারাগারের জেলার শাখাওয়াত হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী, সহ-সম্পাদক জয়নাল আবেদিন চৌধুরী রিগ্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর।

দলীয় সূত্র জানায়, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সারাদেশে কর্মসূচি চলছে। এ কর্মসূচির অধীনেই লক্ষ্মীপুরে বিভিন্ন মামলায় কারাবন্দি ১১৫ জনকে শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হয়। এরমধ্যে ১৫ জন নারী ও ১০০ জন পুরুষ এ উপহার পেয়েছেন।

যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু বলেন, কারাবন্দিদের মধ্যে ঈদের আনন্দ পৌঁছে দিতে যুবলীগের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। যুবলীগ সারাদেশে গরীব ও অসহায়দের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ অসহায়দের আস্থায় পরিণত হয়েছে।

কাজল কায়েস/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।