টাঙ্গাইলে যুব আন্দোলনের আহ্বায়কের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুর পৌর যুব আন্দোলনের নেতা মামুন তালুকদারের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ এপ্রিল) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার নিজ পোলট্রি খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মামুন কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গসংগঠন যুব আন্দোলনের সখীপুর পৌর শাখার আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঝড় শুরু হলে মামুন তার নিজের পোল্ট্রি খামারে যান। এরপর আর রাতে বাড়িতে ফেরেননি তিনি। সকালে তার বাবা খামারে গিয়ে মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, শরীরের কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও লোমের গোড়া দিয়ে রক্ত ঝরেছে মামুনের। এটা হত্যাকাণ্ড নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরিফ উর রহমান টগর/জেডএইচ/