পাটুরিয়ায় যাত্রীদের উপচেপড়া ভিড়, অপেক্ষায় ৫০০ যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০১ মে ২০২২
পাটুরিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ভিড়/ছবি: জাগো নিউজ

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। লঞ্চঘাটে রয়েছে যাত্রীদের উপচেপড়া ভিড়। রোববার (১ মে) সকাল ৯টা পর্যন্ত ঘাটে দূরপাল্লার বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।

Jam-(3).jpg

আটকেপড়া যানবাহনের যাত্রীরা মধ্যরাত থেকে দুর্ভোগের শিকার হন। তবে কাটা লাইনের যাত্রীরা ঘাটে এসেই ফেরি ও লঞ্চ পার হতে পারছেন।

Jam-(3).jpg

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, শনিবার রাত ১২টা পর্যন্ত ঘাটে অপেক্ষমান কোনো যানবাহন ছিলো না। কিন্তু এরপর হঠাৎ দূরপাল্লার বাসের চাপ বাড়তে থাকে।

তিনি আরও জানান, এসব যানবাহন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটে আটকা পড়েছিল। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২১টি ফেরিই সচল রয়েছে। যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে পারাপার করা হচ্ছে। যে কারণে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও পারাপারে খুব বেশি ভোগান্তি নেই।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।