ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২ কিলোমিটার গাড়ির সারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:৫২ এএম, ০১ মে ২০২২

ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়াসহ সিরাজগঞ্জ অংশ থেকে গাড়ি টানতে না পারায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

এতে সময় কিছুটা বেশি লাগায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো শিশু, বৃদ্ধ ও নারী যাত্রীরা। এছাড়াও যানবাহনের চাপ রয়েছে বিগত দিনের তুলনায়ও অনেক বেশি।

Tangail-(3).jpg

তবে মহাসড়কের উত্তর ও দক্ষিণবঙ্গগামী পরিবহনের লেনে দীর্ঘ সারি সৃষ্টি হলেও ঢাকাগামী লেন প্রায়ই ফাঁকা।

রোববার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান।

Tangail-(3).jpg

তিনি জানান, ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর পৌলি পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনের প্রায় ১৫ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হলেও এখন ২ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

তিনি আরও জানান, গার্মেন্টস ছুটি হওয়ায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়েছে। এতে মহাসড়কের অনেকাংশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে। তবে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। মহাসড়কে পরিবহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।