সরিষাবাড়ীতে ১৩ গ্রামে ঈদ উদযাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০২ মে ২০২২

প্রতিবারের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ১৩ গ্রামের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মে) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলার দিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ এ নামাজে অংশ নেয়।

স্থানীয় সূত্র জানায়, সরিষাবাড়ী পৌরসভার দক্ষিণ বলারদিয়ার এলাকার আজিম উদ্দিন মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৩ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন ঈদুর ফিতরের নামাজে ইমামতি করেন।

সরিষাবাড়ীতে ১৩ গ্রামে ঈদ উদযাপন

এ বিষয়ে মাওলানা আজিম উদ্দিন মাস্টার জাগো নিউজকে বলেন, যেহেতু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা শুরু হয়—তাই তাদের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ ও ঈদ উদযাপন করে থাকি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জাগো নিউজকে বলেন, প্রতিবছরই এ উপজেলায় একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উপজেলায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছ।

মো. নাসিম উদ্দিন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।