ঈদের নামাজ শেষে কবর জিয়ারতের সময় বজ্রপাতে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৩ মে ২০২২
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঈদের নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকালে পৌর এলাকার খরমপুর শাহ সৈয়দ গেছুদারাজ কেল্ল শহীদ মাজারের কবরস্থানে এই ঘটনা ঘটে। নিহত রনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রনি ঈদের নামাজ আদায় শেষে নানা-নানির কবর জিয়ারত করতে খড়মপুর কবরস্থানে যান। সেখানে জিয়ারত অবস্থায় তিনি বজ্রাঘাতের শিকার হন। তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।

স্থনীয় কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রনি এলাকার ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষ করে খরমপুর মাজার কবরস্থানে কবর জিয়ারত করতে যান। সেখানে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।