১০ মিনিটেই পুড়ে শেষ সোহাগের সব স্বপ্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৪ মে ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কসমেটিকসের দোকানে আগুন লেগে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক সোহাগ আলী। বুধবার (৪ মে) সকাল ৮টার দিকে উপজেলার শ্যামপুর চামা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কসমেটিকস দোকানের মালিক সোহাগ আলী জাগো নিউজকে বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম। সকালে এসে দেখি আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে প্রায় ৮-১০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে।

তিনি আরও বলেন, দুই বছর আগে আমার বাবা মারা যান। সেই থেকে পরিবারের দায়িত্ব নিতে এই দোকান তুলেছিলাম। কিন্তু ১০ মিনিটের আগুনে সব স্বপ্ন শেষ। এখন আমি পরিবার নিয়ে কী খাবো?

সোহাগের দোকানের পাশের এক স্টুডিও মালিক মিস্টার বলেন, সকাল ৮টার দিকে সোহাগের দোকানে আমরা আগুন দেখতে পাই। পরে স্থানীয়দের সহযোগিতায় ১০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তাই ফায়ার সর্ভিসকে খবর দিয়েও পরে আসতে নিষেধ করেছি।

১০ মিনিটেই পুড়ে শেষ সোহাগের সব স্বপ্ন

শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোহাগের বাড়ি আমার গ্রামেই। তার বাবা মারা যাওয়ার পর খুব কষ্টে দোকানটা গড়ে তুলেছিল। কিন্তু হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে সব পুড়ে গেছে।

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।