ঈদে মোটরসাইকেল না পেয়ে ফাঁস নিলো কিশোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:১০ এএম, ০৫ মে ২০২২
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে ঈদ উপলক্ষে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সজিব মিয়া (১৪) নামে এক কিশোর।

বুধবার (৪ মে) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সজিব ওই ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকার নিজামুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সজিব ঈদুল ফিতর উপলক্ষে বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে। বাবা রাজি না হওয়ায় সজিব মিয়া অভিমান করে। পরে বুধবার রাতে সে তার বসতঘরের ধর্ণার সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জাগো নিউজকে বলেন, সজিব ঈদ উপলক্ষে বাবার কাছে মোটরসাইকেল কেনার বায়না ধরে। কিন্তু বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে বাবার উপর অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর পরিবারের অভিযোগ না থাকায় দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।

নাসিম উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।