হাসপাতাল চত্বরে উদ্ধার নার্সের অবস্থা আশংকাজনক
বাগেরহাট সদর হাসপাতালের প্রধান ফটকের কাছ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার সিনিয়র স্টাফ নার্স সারাবান তহুরার (২৮) অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় তিনঘণ্টার অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর পৌনে ১২টায় বাগেরহাট শেখ রাজিয়া নাসের ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার এ তথ্য জানান।
সিনিয়র স্টাফ নার্স সারাবান তহুরার বাড়ি ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামে। তিনি প্রায় দুই বছর ধরে বাগেরহাট সদর হাসপাতালে কর্মকরত রয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হতে পারেন বলে পুলিশ ও চিকিৎসকরা প্রথমিকভাবে ধারণা করছেন।
এর আগে বুধবার (৪ মে) বিকেলে সদর হাসপাতালের প্রধান ফটকের সামনের রাস্তা থেকে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাগেরহাট শেখ রাজিয়া নাসের ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, হাসপাতাল চত্বর থেকে গুরুত্বর আহত ও সঙ্গাহীন অবস্থায় সিনিয়র স্টাফ নার্স সারাবান তহুরাকে উদ্ধার করে স্থানীয়রা। তার মুখমণ্ডল ও মাথায় গুরুত্বর জখম রয়েছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাট-চিতলমারী সড়কের চিতলমারী উপজেলার সন্তোষপুর স্কুলের সামনে একটি চলন্ত মটরসাইকেল থেকে সে পড়ে গুরুতর আহত হয় বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। বিষয়টি চিতলমারী থানার হওয়ায় তাদের জানানো হয়েছে। ওই নার্স খুলনার সিটি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এএইচ/জিকেএস