ছুটি কাটাতে চায়ের রাজধানীতে পর্যটকদের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৫ মে ২০২২

ঈদের ছুটি কাটাতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় জমেছে। নানা প্রতিকূলতা উপেক্ষা করেই রাত পর্যন্ত ঘোরাঘুরি করছেন ভ্রমণপ্রিয় মানুষ। তবে সড়কের অবস্থা খারাপ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা।

ঈদের ছুটিতে হাজার হাজার মানুষের পদচারণায় মুখর শ্রীমঙ্গলের বধ্যভূমি ৭১, ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সুলতান, জাতীয় উদ্যান লাউয়াছড়াসহ জেলার কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের আশপাশের এলাকা।

jagonews24

পর্যটন স্পটগুলো ঘুরে দেখা যায়, মানুষজন ভিড় করেছে। ঢাকা থেকে বেড়াতে আসা পিংকী জাগো নিউজকে বলেন, আবদ্ধ জীবনের জাল ছিন্ন করে বেড়াতে পেরে আনন্দ লাগছে। দুদিন আগেই চলে আসি। এখানেই ঈদ উদযাপন করেছি।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক আর মাধবপুর চা-বাগান লেকসহ বিভিন্ন চা-বাগানে উপচেপড়া ভিড় পর্যটকদের। একই অবস্থা ধলই চা-বাগান, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ এলাকা, শমসেরনগর চা-বাগানের লেক, শমসেরনগর চা-বাগান গলফ মাঠ, ফুলবাড়ি চা-বাগানসহ বিভিন্ন চা-বাগানের পাহাড়ি উঁচু-নিচু এলাকায়।

jagonews24

হবিগঞ্জ থেকে আসা শুভ চৌধুরী জাগো নিউজকে বলেন, ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছি। এখানকার নিরাপত্তা ব্যবস্থা ভালো তবে সড়কের বেহাল অবস্থার কারণে বেশ ভুগতে হয়েছে।

ঢাকা থেকে আসা নারী উদ্যোক্তা শাহিন আক্তার জাগো নিউজকে বলেন, এখানে চুরি-ডাকাতি নেই, সমস্যা রাস্তাঘাট। ভঙ্গুর রাস্তার কারণে এখানে আসতে অনেক কষ্ট হয়েছে।

jagonews24

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মামুনুর রশিদ জাগো নিউজকে জানান, ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় রয়েছে।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন জাগো নিউজকে বলেন, টাইম শিডিউল অনুযায়ী সড়ক মেরামতের কাজ চলছে। ইঞ্জিনিয়ারিং সিস্টেমের বাইরে গিয়ে আসলে আমাদের কিছু করার থাকে না।

আব্দুল আজিজ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।