ওবায়দুল কাদেরকে ‘বীর-৭১’ স্বর্ণপদক দিলেন কাদের মির্জা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বীর-৭১’ স্বর্ণপদক উপহার দিয়েছেন ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বৃহস্পতিবার (৫ মে) সকালে ৩৩ মাস পর ওবায়দুল কাদের নিজ বাড়িতে এলে পুলিশের গার্ড অব অনার মঞ্চে ওই পদক তুলে দেওয়া হয়।
এসময় মেয়র কাদের মির্জা জাগো নিউজকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সবাইকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের এলাকায় না আসায় তার পদকটি আজকে প্রদান করা হলো।
এর আগে এদিন বেলা পৌনে ১২টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড়রাজাপুর গ্রামের নিজ বাড়িতে আসেন ওবায়দুল কাদের। এসময় পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে মন্ত্রী বাড়িতে অবস্থিত বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়িতে আসেন ওবায়দুল কাদের। পরে করোনা ও অসুস্থতার জন্য দীর্ঘ ৩৩ মাস তিনি এলাকায় আসেননি।
ইকবাল হোসেন মজনু/ইএ