রায়পুরায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৮ মে ২০২২

নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার সকালে উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক রয়েছে রেল যোগাযোগ।

রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রোববার সকালে ট্রেনটি নরসিংদীর রায়পুরা এলাকার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগির সামনের সারির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ১নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

jagonews24

নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা জানান, ট্রেনটি ১নং লাইন থেকে ২নং লাইনে যাওয়ার সময় পেছনের চাকা লাইনচ্যুত হয়। ফলে ১নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে স্টেশনের বিকল্প লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ওই ট্রেন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

সঞ্জিত সাহা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।