একটি চাকরির নিশ্চয়তা না পেলে পানিও মুখে নেবেন না শাহীন আলম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৯ মে ২০২২
চাকরির দাবিতে অনশনে দৃষ্টিপ্রতিবন্ধী শাহীন আলম

চাকরির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষবর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী শাহীন আলম।

সোমবার (৯ মে) সকাল সাড়ে ৯টা থেকে তার নিজ এলাকা ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন শুরু করেছেন।

একটি চাকরির নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত এক ফোটা পানিও পান করবেন না বলে জানিয়েছেন শাহীন আলম।

সরেজমিন গিয়ে দেখা যায়, কার্টন বিছিয়ে বসে আছেন দৃষ্টিপ্রতিবন্ধী শাহিন আলম। পেছনে টাঙানো একটি ব্যানার। সেখানে লেখা রয়েছে—‘প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকধারী একজন তীব্র মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের দাবিতে আমরণ অনশন’। নিচে তার নাম লেখা।

মাইক্রোফোন হাতে চাকরির আবেদন জানাচ্ছেন শাহীন আলম। দাবি করছেন, তিনি বিভিন্ন দপ্তরে আবেদন করছেন কিন্তু প্রতিবন্ধী হওয়ায় চাকরি পাচ্ছেন না। যোগ্যতা অনুযায়ী তিনি একটি চাকরি চান।

শাহীন আলম ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

২০১৫ সালে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। ২০১৯ সালে অনার্স শেষ করেন। বর্তমানে তিনি মাস্টার্সের ছাত্র।

লেখাপড়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন শাহীন আলম। নিজ উদ্যোগে ভারত, বাংলাদেশের প্রায় ২০০ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন।

শাহীন আলম জাগো নিউজকে বলেন, তিনি বিভিন্ন দপ্তরে চাকরির মৌখিক পরীক্ষা দিয়েছেন। কিন্তু প্রতিবন্ধী হওয়ায় চাকরি পাচ্ছেন না। বাড়িতে তার মা-বাবা দুজনই অসুস্থ। এজন্য তার চাকরিটা খুবই প্রয়োজন।’

তিনি আরও বলেন, একটি চাকরি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো। তার আগে এক ফোটা পানিও পান করবো না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেষ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন শাহীন আলম।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।