টেলিফোনের খুঁটিতে বিদ্যুৎ, প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৯ মে ২০২২
প্রতীকী ছবি

নোয়াখালী সদরে টেলিফোনের খুঁটিতে টানা বিদ্যুৎলাইনে স্পৃষ্ট হয়ে নাবিল আল ওয়াসি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টায় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নাবিল আল ওয়াসি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছানা উল্যাহ সোহেলের ছেলে। সে লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, ওই এলাকার লাতু কাউন্সিলরের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আগের একটি টেলিফোনের খুঁটিকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সোমবার বৃষ্টিতে ওই খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। নাবিল ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে খুঁটির ওপর হাত পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।