সয়াবিনের দাম বেশি রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১০ মে ২০২২
মানিকগঞ্জে বেশি দামে সয়াবিন তেল বিক্রির ঘটনায় ভোক্তা অধিকারের অভিযান

মানিকগঞ্জে তেলের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ঘিওর বাজারে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান চালান।

অভিযানের সময় সয়াবিন তেলের দাম বেশি রাখায় ঘিওর বাজারের ব্যবসায়ী পরেশ সাহাকে পাঁচ হাজার টাকা, মুসা কুমার দাসকে তিন হাজার টাকা, হানিফকে দুই হাজার টাকা এবং মেসার্স সুমন স্টোরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আগের কম দামে কেনা বোতলের সয়াবিন তেল ঢেলে বর্তমান দামে খেলা তেল হিসেবে বিক্রি ও মূল্য তালিকা না রাখার দায়ে মেসার্স ফারুক এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কয়েকজন অসাধু ব্যবসায়ী সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছিলেন। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

বি. এম খোরশেদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।