সেই রাশির চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১১ মে ২০২২
অনুদানের চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান

কিডনি রোগে আক্রান্ত রাশি আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

বুধবার (১১ মে) দুপুরে তার কার্যালয়ে ডেকে চিকিৎসার জন্য রাশি আক্তারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। তার চিকিৎসার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

এর আগে মঙ্গলবার দুই কিডনিই নষ্ট, বাঁচতে চায় রাশি আক্তার শিরোনামে জাগো নিউজে প্রতিবেদন প্রকাশ হয়। সে প্রতিবেদন প্রশাসনের দৃষ্টিগোচর হলে জেলা প্রশাসক তাৎক্ষণিক তাকে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, সংবাদটি দেখে তাৎক্ষণিক জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করি। তার নির্দেশে দুপুরে ওই শিক্ষার্থীকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসি। তাকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে ও সমাজসেবা অধিদপ্তরে আবেদন করা হবে। এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা বলে আরও সহায়তা নিয়ে তার চিকিৎসা ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী কিডনি, প্যারালাইজড ও ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক অনুদানের ব্যবস্থা রেখেছেন। রাশি আক্তার কিডনিজনিত সমস্যার ভুগছেন। সংবাদটি জাগো নিউজে প্রকাশ হলে আমাদের নজরে আসে। তাৎক্ষণিক তার চিকিৎসার জন্য এককালীন ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

রাশি আক্তার নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ের বালালী গ্রামের ভ্যানচালক মোলামিন মিয়ার মেয়ে। ২০২১ সালে সে এসএসসি পাস করে। পরে অসুস্থতার জন্য আর কলেজে ভর্তি হতে পারেনি। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।