কালীগঞ্জে মাসব্যাপী পুনাক শিল্প মেলার উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১১ মে ২০২২

গাজীপুরের কালীগঞ্জে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) শিল্প মেলা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ মে) বিকেলে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী এ শিল্প মেলার উদ্বোধন করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

বাংলাদেশ তাঁত শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করেছে পুনাক গাজীপুর জেলা পুলিশ।

jagonews24

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর কাউন্সিল বাদল হোসেন, আশরাফউজ্জামান, কালীগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এমআই লিকন, সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা, বাংলাদেশ তাঁত শিল্প ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন প্রমুখ।

এর আগে গত ১০ এপ্রিল থেকে এ শিল্পমেলা উদ্বোধনের কথা থাকলেও স্থানীয় ব্যবসায়ীদের আন্দোলনের কারণে তা পিছিয়ে যায়। পরে ব্যবসায়ী ও মেলা কর্তৃপক্ষের সমঝোতায় ঈদের পর থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল। তারই ধারাবাহিকতায় এ মেলার উদ্বোধন করা হয়।

আব্দুর রহমান আরমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।