মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে কারাদণ্ড দিলেন ইউএনও
কিশোরগঞ্জের ভৈরবে মায়ের অভিযোগে লিটন (৩০) নামে এক মাদকাসক্ত যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার মো. চুন্নু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই মাদকাসক্ত যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগকারী মা শাহিদা বেগম বলেন, আমার ছেলেটা বন্ধুবান্ধবের সঙ্গে চলাফেরার সময় হঠাৎ করেই মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক থেকে দূরে রাখতে ছেলেকে বিয়ে করালেও থামেনি মাদকগ্রহণ। একপর্যায়ে ছেলেকে ছেড়ে চলে যায় তার স্ত্রী। এরপর থেকে প্রতিনিয়তই মাদক গ্রহণের টাকার জন্য আমাকে মারধরসহ নানাভাবে অত্যাচার করতো। গতকালও বাড়ির টিউবওয়েল বিক্রি করে সেই টাকায় মাদক নিয়েছে। এসব কাজে বাধা দিলেই মারধর করতে আসে। তাই ছেলেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন করি। এখন যদি কারাগারে গিয়ে কিছুটা পরির্বতন হয় সেই আশায় আছি।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, আমাদের সমাজে মাদকের জোবলে অসংখ্য পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। পরিবারের একজন সদস্য যদি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে সেই পরিবার আর সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তেমনি এই উপজেলায় প্রতিদিনই ৩-৪টি আবেদন আসে। ওইসব মা-বাবা মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ট হয়ে সর্বশেষ ইউএনওর কাছে এসে তাদের শাস্তির দাবি করেন। তেমনি আজকে এক মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়ি থেকে ছেলেকে মাদকসহ আটক করে আনা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এমআরআর/জিকেএস