ঝিনাইদহে গুদামে মিললো ৪২ হাজার লিটার সয়াবিন তেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১২ মে ২০২২
অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহের কালীগঞ্জে অয়েল মিলের গুদাম থেকে ৪২ হাজার ২৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মালিককে তেল মজুত রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার বিহারিমোড় এলাকায় আরএস অয়েল মিলের গোডাউন থেকে তেলগুলো উদ্ধার করেন ঝিনাইদহ ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মিলের একটি গুদামে অভিযান চালিয়ে ৪২ হাজার ২৪ লিটার মজুত করা সয়াবিন তেল পাওয়া যায়। এর মধ্যে ২০ হাজার ৬০৪ লিটার তেলের বৈধ কাগজপত্র নেই। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনে অভিযুক্ত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া গুদামে থাকা সয়াবিন তেল আগের বাজার দরে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

ঝিনাইদহে গুদামে মিললো ৪২ হাজার লিটার সয়াবিন তেল

এসময় কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেন, ক্যাবের সদস্য শিবু পদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।