দিনাজপুরে নদীতে গোসলে গিয়ে শিশুর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১২ মে ২০২২
ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে উদ্ধারে অংশ নিচ্ছে এলাকাবাসী

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসলে নেমে সুরমা আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে নদীর হাজিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সুরমা আক্তার ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়া গ্রামে আরিফুল ইসলামের মেয়ে। হাজিরঘাটে তার নানার বাড়ি।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, অন্য শিশুদের সঙ্গে নদীতে গোসলে গিয়ে ডুবে যায় সুরমা আক্তার। তারা বাড়িতে গিয়ে সরমার ডুবে যাওয়ার বিষয়টা জানালে স্থানীয়রা খোঁজাখুঁজি করেন। না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, সকালে হাজিঘাট এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায় সুরমা। দুপুরে কয়েক শিশুর সঙ্গে নদীতে গোসলে ডুবে যায় সে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।