ফিলিপাইনে গুলিতে নিহত প্রবাসীকে মুন্সিগঞ্জে সমাহিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১২ মে ২০২২

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে নিহত প্রবাসী ব্যবসায়ী আনোয়ার হোসেনের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী কাইচাইলে নিজ এলাকার মাদরাসায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে বুধবার (১১ মে) রাতে ফিলিপাইন থেকে তার মরদেহ বাংলাদেশে পৌঁছায়।

ফিলিপাইনে গুলিতে নিহত প্রবাসীকে মুন্সিগঞ্জে সমাহিত

পরিবার সূত্রে জানা যায়, ২৬ বছর আগে ফিলিপাইনে যান মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী কাইচাইল এলাকার আনোয়ার হোসেন। গত এক যুগে সেখানেই গড়ে তুলেছিলেন বাংলাদেশের গার্মেন্টস পণ্য বিক্রির একাধিক প্রতিষ্ঠান। অনুকরণীয় হয়ে উঠেছিলেন হাজারো ফিলিপাইন প্রবাসী বাংলাদেশির। তার সহযোগিতায় অনেক প্রবাসী নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে দেশে ফিরেছেন লাশ হয়ে।

নিহত আনোয়ারের বড় ভাই আবুল হোসেন বলেন, ‘ছোট ভাইরে চিরনিদ্রায় শুইয়ে দিলাম। এ রকম করে আমাদের আর কোনো প্রবাসীর যেন মৃত্যু না হয়।পররাষ্ট্রমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর মন্ত্রীর কাছে আমার দাবি, আমার ছোট ভাইয়ের হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

ফিলিপাইনে গুলিতে নিহত প্রবাসীকে মুন্সিগঞ্জে সমাহিত

গত ৫ মে স্থানীয় সময় রাত ৮টা ৩৭ মিনিটে বাড়ি থেকে অফিসে যাওয়ার সময় ফিলিপাইনের মেট্রোম্যানিলা টাফ্ট অ্যাভিনিউতে এক অস্ত্রধারী কাছ থেকে প্রকাশ্যে গুলি করেন আনোয়ারকে। এতে গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইচাইল এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তার কোনো সন্তান নেই। হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ফিলিপাইন পুলিশ।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।