জয়পুরহাটে বজ্রপাতে নাতির মৃত্যু, দাদা হাসপাতালে
বজ্রপাতে নিহত হৃদয়ের বাড়িতে শোকের মাতম
জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে হৃদয় হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দাদা মনসুর আলী (৭৫)।
শুক্রবার (১৩ মে) দুপুরের উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় হোসেন উপজেলার শ্রীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, নাতিকে সঙ্গে নিয়ে মনসুর আলী বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই নাতির মৃত্যু হয়। আহত হন তিনি।
তিনি আরও জানান, স্থানীয়রা মনসুর আলীকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন।
রাশেদুজ্জামান/আরএইচ/এএসএম