জয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের ৭ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৪ মে ২০২২
কিডনি বেচাকেনা দালাল চক্রের আটক সদস্যরা

জয়পুরহাট সদর ও কালাই উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে কিডনি বেচাকেনায় জড়িত দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। তিনি জানান, আটকরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটকরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার থল গ্রামের সাহারুল ইসলাম (৩৮), উলিপুর গ্রামের ফরহাদ হোসেন চপল (৩১), জয়পুর বহুতি গ্রামের মোশাররফ হোসেন (৫৪), মোকাররম হোসেন (৫৪), ভেরেন্ডি গ্রামের শাহারুল ইসলাম (৩৫), দুর্গাপুর গ্রামের সাইদুল ফকির (৪৫) ও সদর উপজেলার হানাইল বম্বু গ্রামের সাদ্দাম হোসেন (৪০)।

পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা বলেন, আটকরা দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ পাশের বিভিন্ন এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও দরিদ্র মানুষদের ফুসলিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে কালাই ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটকরা কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। কিডনি বেচাকেনা প্রতিরোধে দালাল চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

রাশেদুজ্জামান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।