জয়পুরহোটে গুদামে মিললো ৪৩৬৫৩ লিটার সয়াবিন তেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৪ মে ২০২২
অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত

জয়পুরহাটে দুই ব্যবসায়ীর গুদাম থেকে ৪৩ হাজার ৬৫৩ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

শনিবার (১৪ মে) শহরের মাড়োয়াড়ি পট্টি ও ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রিফাতুল ইসলাম।

জয়পুরহোটে গুদামে মিললো ৪৩৬৫৩ লিটার সয়াবিন তেল

আদালত সূত্র জানায়, অভিযানে পদ্মা ট্রেডার্সের তিনটি গুদাম থেকে ১৫ হাজার ৯৬ লিটার ও ফারুক ট্রেডার্সের সাতটি গুদাম থেকে ২৮ হাজার ৫৬০ লিটার মজুত সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে তেলগুলো বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

জয়পুরহোটে গুদামে মিললো ৪৩৬৫৩ লিটার সয়াবিন তেল

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিফাতুল ইসলাম জানান, আমাদের কাছে আরও অনেক অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে সবখানে অভিযান পরিচালিত হবে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহি উপস্থিত ছিলেন।

রাশেদুজ্জামান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।