সামনে নির্বাচন, চালের দাম বাড়তে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১৫ মে ২০২২

দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য সংকটের কোনো চিন্তা করতে হবে না। সামনে নির্বাচন তাই চালের দাম বাড়তে দেওয়া হবে না।

রোববার (১৫ মে) সন্ধ্যায় সুনামগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহের বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, হাওরের কৃষকদের ধানের ন্যায্যমূল্য দিতে ও দামের ব্যালেন্স করার জন্যই সরকারিভাবে ধান কেনা হচ্ছে। কৃষকদের হয়রানি ছাড়াই ধান কেনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। কাউকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে ছাড় দেওয়া যাবে না। তিনি বলেন, কৃষক যেন সম্মানের সঙ্গে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, ডিলার ও মিলাররা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খাতুন, সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইনুদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।