হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

ফাইল ছবি
ভোলায় হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. রিপন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দাইমউদ্দিনের ছেলে।
সোমবার (১৬ মে) দুপুরে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে।
ভোলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, সকাল থেকে রিপন ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসাপাতলের নির্মাণাধীন ভবনের ৯ তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। ওই সময় হঠাৎ ছাদ থেকে তিনি পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এমএস