নোয়াখালীতে অস্ত্রসহ তালিকাভুক্ত ৪ সন্ত্রাসী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৬ মে ২০২২
পুলিশের হাতে গ্রেফতার ৪ সন্ত্রাসী

নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক অভিযানে চারটি অস্ত্রসহ তালিকাভুক্ত চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- আালাইয়ারপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের মকবুল আহমদের ছেলে ফয়সাল আহমেদ রবিন (২৩), গোপালপুর ইউনিয়নের কোটরা মোহব্বতপুর গ্রামের নজরুল ইসলাম লিটনের ছেলে রবিন (২০), চাঁদ কাসিমপুর গ্রামের দেলোয়ারের ছেলে আবদুর রহমান (২০) ও রেজ্জাকপুর গ্রামের আবুল হাশেমের ছেলে সজিব (১৯)।

no-(3).jpg

দুপুরে সংবাদ সম্মেলনে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টায় উপ-পরিদর্শক (এসআই) রোবেল মিয়া আালাইয়ারপুরের মিয়াপুর গ্রামের গনি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুটি এলজিসহ তালিকাভুক্ত আসামি ফয়সাল আহমেদ রবিনকে গ্রেফতার করেন। অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন গোপালপুর গ্রামের তিতাহাজরা গ্রামে আবদুল খালেকের বাড়ির পাশে পৃথক অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি পাইপগান ও একটি কার্তুজসহ তালিকাভুক্ত আসামি রবিন, আবদুর রহমান ও সজিবকে গ্রেফতার করে।

no-(3).jpg

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আগেরও মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।