কৃষকের সুবিধায় সার-ডিজেলে ভর্তুকি দিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৬ মে ২০২২
সম্মেলনে বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

কৃষকদের সুবিধার কথা চিন্তা করে সার ও ডিজেলে ভর্তুকি দিয়েছে সরকার। ফলে দেশ আজ দানাজাত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সোমবার (১৬ মে) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার বিজয়ী হওয়ার পর দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ঘোষণা দিয়েছিল। আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের সুবিধার্থে শেখ হাসিনার সরকারই দেশে সারের দাম কমিয়েছিল। ৯০ টাকার সার ১৬ টাকা কেজিতে বিক্রির অনুমোদন দেয়। একই সঙ্গে ডিজেলেও ভর্তুকি দেওয়া হয়েছে।

পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন- শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

এদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ তৃতীয়বারের মতো পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কামরুল ইসলাম গাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সঞ্জিত সাহা/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।