মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন কারবারিও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৭ মে ২০২২
পুলিশের হাতের গ্রেফতার সুজন ও ইমন

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় পূর্ব শত্রুতার জেরে গাঁজা দিয়ে আরেকজনকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার হয়েছেন মাদক কারবারি নিজেও।

মাদক মামলায় দুজনকেই গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১৭ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. সুজন হোসেন ও বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উজির আলী চৌকিদার বাড়ির আবদুর রাজ্জাকের ছেলে মো. ইমন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জাগো নিউজকে বলেন, সোমবার বিকেলে বসুরহাট পৌরসভায় দায়িত্ব পালনকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে মাদকসহ সুজন হোসেন নামে একজনকে আটকের সংবাদ পাই। পরে ২০০ গ্রাম গাঁজাসহ সুজনকে থানায় নিয়ে আসি।

এসআই এনামুল আরও বলেন, অনুসন্ধানে জানতে পারি স্থানীয় ইমন পূর্ব শত্রুতার জেরে সুজনের কাছে গাঁজা রেখে কৌশলে ৯৯৯-এ ফোন করে মাদকের তথ্য দিয়ে ফাঁসাতে চেয়েছিল। তাকেও আটক করে থানায় আনার পর ব্যাপক জিজ্ঞাসাবাদে সে গাঁজা রাখার বিষয়টি স্বীকার করে। পরে বাদী হয়ে মাদক আইনে দুজনের বিরুদ্ধে মামলা করি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, আটক দুজনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আগেরও অনেক অভিযোগ রয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।