ইউটিউব দেখে আতশবাজি বানাতে গিয়ে কিশোরের কবজি ছিন্নভিন্ন

ইউটিউব দেখে আতশবাজি বানাতে গিয়ে এক কিশোরের বাম হাতের কবজির মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে জামালপুরের পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের সালাল চরে এ ঘটনা ঘটে। আহত সাগর চরের আনছার আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. সুমাইয়া মুনিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সাগরের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার বিকেলে সাগর নতুন কিছু উদ্ভাবনের নেশায় আতশবাজির বারুদ খুলে পাইপে ভরে পরীক্ষামূলকভাবে হাতুড়ি দিয়ে আঘাত করে। মুহূর্তেই বিকট শব্দে বাম হাতের তালু ও কবজি থেকে মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
চিকিৎসা কর্মকর্তা আরও বলেন, আতশবাজির আঘাতে বাম হাত মারাত্মক জখম হয়েছে। তবে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হলেও পরিবারের লোকজন কোথায় নিয়ে গেছে তা জানি না।
মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস