নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল হোসেন সোহেল (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ মে) ভোরে উপজেলার চৌপল্লী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের তলব সেন বাড়ির মৃত আবদুল হকের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০০৯ সালে ভয়ানক মাদক আফিম উদ্ধারের ঘটনায় মামলা হয়। পরে ওই মামলায় আসামি ইকবাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ের আরও এক বছরের সাজা দেন আদালত।
ওসি আরও বলেন, গ্রেফতারের ভয়ে আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তাকে গ্রেফতার করেন। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম