চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত জাহিরকে কারাগারে নেওয়া হচ্ছে
চাঁপাইনবাবগঞ্জে জাহির (২৭) নামের এক মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
জহির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গামের আশরাফুল ইসলামের ছেলে।
অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বলেন, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর একটি শপিং ব্যাগে এ কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ আটক হন জাহির। ওই দিনই র্যাব উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন উপ-পরিদর্শক ওসামান গনি ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি জাহিরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষীগ্রহণ, প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
সোহান মাহমুদ/আরএইচ/এমএস