কুসিকের প্রত্যেক ভোটকক্ষে থাকবে সিসি ক্যামেরা: নির্বাচন কমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২০ মে ২০২২
বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর

কুমিল্লা সিটি করপোরেশনের প্রতিটি ভোটকক্ষে সিসি ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

শুক্রবার (২০ মে) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, ইভিএমে কোনো ত্রুটি আছে কিনা তা শনাক্তে জুনের মধ্যেই বিশেষজ্ঞ দল ডাকবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সামনেই করা হবে পরীক্ষা-নিরীক্ষা। বিশেষজ্ঞদের মতামতের পরই সিদ্ধান্ত নেওয়া হবে সংসদ নির্বাচনে এটি ব্যবহার হবে কিনা।

তিনি বলেন, এ মুহূর্তে ১০০ থেকে ১১০ আসনে ইভিএমে ভোট গ্রহণের সক্ষমতা রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর ইভিএমে আস্থা ফিরলে এ সংখ্যা বাড়ানো হতে পারে।

মো. আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা কমিশনের কাজ নয়। এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয়। তবে বর্তমান কমিশন সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে কাজ করছে।

বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।