জয়পুরহাটে অস্ত্রসহ যুবক আটক
র্যাবের হাতে আটক আব্দুল্লাহ
জয়পুরহাটে একটি ওয়ান শুটারগানসহ আব্দুল্লাহ (২০) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার (২০ মে) ভোরে সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুল্লাহ উপজেলার মাধাইনগর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযানে যায় র্যাব। এসময় একটি ওয়ান শুটারগানসহ আব্দুল্লাহকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত থেকে অবৈধপথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।
রাশেদুজ্জামান/আরএইচ/জেআইএম