পদ্মা সেতুর মাওয়া সংযোগ সড়কের পিচঢালাইয়ের কাজ শেষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২০ মে ২০২২
পিচঢালাইয়ের কাজ করছেন শ্রমিকরা

পদ্মা সেতুসহ মাওয়া প্রান্তের সংযোগ সড়কের পিচঢালাইয়ের (কার্পেটিং) কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) রাতে সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে সংযোগ সড়কের এক প্রান্তের কাজ শেষ হয়। কয়েকদিনের মধ্যে জাজিরা প্রান্তের সংযোগ সড়কের কাজ শুরু হবে।

এর আগে ২০২১ সালের ১০ নভেম্বর পদ্মা সেতুর পিচঢালাইয়ের কাজ শুরু হয়। চলতি বছরের ২৯ এপ্রিল মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার অংশের কাজ শেষ হয়।

jagonews24

এদিকে সেতুজুড়ে চলছে রোড় মার্কিংয়ের কাজ। বৃহস্পতিবার পর্যন্ত সেতুর মাওয়া প্রান্তে মডিউল-২ এর ৭৫ শতাংশ মার্কিং করা হয়। এছাড়াও সেতুতে বসানো ৪১৫টি ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের মধ্যেই শেষ হবে রোড মার্কিংয়ের কাজ। আর পহেলা জুনে সেতু আলোকিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর কাজ ২০১৪ সালে শুরু হয়। জুন মাসে সেতুটি যানচলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, পরিকল্পনা অনুযায়ী দিন-রাত কাজ চলছে। জুন আমাদের টার্গেট। সে অনুযায়ী কাজ চলছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।