বালতির পানিতে পড়ে একমাত্র মেয়ের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে ধানসিদ্ধ করার জন্য এনে রাখা বালতির পানিতে পড়ে তাসমিম ইসলাম মেহেরী (১৫ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মে) বেলা ১১টার দিকে নোয়াখলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনগর গ্রামে আকতার পাটোয়ারি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরীর বাবার নাম নজরুল ইসলাম সুজন। তিনি কাতার থেকে ফিরে এসে পোলট্রি খামারের ব্যবসা করেন। মেহেরী তার একমাত্র মেয়ে।
সুজনের বড় ভাই স্থানীয় ইউপি মেম্বার শাহ আলম রাজন রাতে জাগো নিউজকে বলেন, ধানসিদ্ধ করার জন্য এনে রাখা রঙের বালতি ভর্তি পানিতে পড়ে যায় মেহেরী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত পৌনে ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযাগ না থাকায় পরিবারের লোকজন মরদেহের দাফন সম্পন্ন করেছেন।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম