হাতিয়ায় ঘূর্ণিঝড়ে পাথরবোঝাই বাল্কহেড ডুবি
নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এসময় নয়টি বাড়ি ও একটি মসজিদ উড়ে গেছে। শনিবার (২১ মে) সকালে উপজেলার সুখচর ও নলচিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাকবলিত পরিবারগুলোকে শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। ঝড়ে একটি মসজিদের চাল উড়ে গিয়ে এক মুসল্লি আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি।
অন্যদিকে এমবি মক্কা-মদিনা নামের পাথরবোঝাই বাল্কহেডটি সিলেট থেকে চট্টগ্রামের সন্দ্বীপ যাওয়ার পথে হাতিয়ার নলচিরা তীরে দুর্ঘটনার শিকার হয়। এর মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে। ডুবন্ত বাল্কহেডটি বেঁধে রাখা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জাগো নিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম