বেগমগঞ্জে ছুরিকাঘাতে দোকান কর্মচারীকে হত্যা, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২১ মে ২০২২
তিন যুবককে আটক করেছে পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আইমন (১৮) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

আইমন চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুরের নুরনবী ওরফে খোকন মিয়ার ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত ছোরাসহ তিন যুবককে আটক করা হয়েছে। এরা হচ্ছেন, চৌমুহনী পৌরসভার গনিপুরের পাবেল (২০), রাকিব (১৯) ও নীরব (১৮)। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে রাকিবকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। জামিনে এসে ওই ঘটনায় আইমনকে দায়ী করে জিজ্ঞাসাবাদ করতে গেলে বাগবিতণ্ডা হয়। এসময় পাবেল আইমনের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।